শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
ওঁ বেদাঃ শাস্ত্রানি সর্ব্বানি নত্য গীতা দিকঞ্চমৎ ন বিহীনং ত্বয়া দেবী তথামে সন্তু সিদ্ধয়’ শ্লোকে আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা শুরু।
প্রতিবারের ন্যায় এবারও কালিগঞ্জের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সবচেয়ে বৃহৎ পরিসরে কালিগঞ্জের বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধুমহল ক্লাবের উদ্যোগে পৃথক ভাবে ৮ দিনব্যাপী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলার আয়োজন করা হয়েছে।
প্রান্তিক সংঘের আয়োজনে রয়েছে,১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকা হইতে সরস্বতী পূজা ও ১০ টায় অঞ্জলী ১২ টায় হইতে সন্ধ্যা ৬.০০ মিঃ পর্যন্ত প্রসাদ বিতরণ,সন্ধ্যা ৭. ৩০ মিঃ, সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা আরতী,ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী।
১৬ ফেব্রুয়ারী শুক্রবার সামাজিক নাটক,মহাদেব হালদার প্রনীত-‘স্বামী ভিক্ষা দাও’পরিবেশনায়: মদিনা নাট্য সংস্থা বিষ্ণুপুর,১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী।১৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা আরতী,ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী,১৯ ফেব্রুয়ারী সোমবার ধর্মীয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান (বাউল) পরিবেশনায়: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন, ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার “মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান খুলনা ও গোপালগঞ্জ শিল্পীদের সমন্বয়ে ২১ ফেব্রুয়ারী,বুধবার সময়: রাত্র ৮টায় প্রতিমা বিসর্জন।
অপরদিকে বন্ধুমহল ক্লাবের আয়োজনে রয়েছে,১৪ ই ফেব্রুয়ারী বুধবার সকাল ৭ ঘটিকা হইতে সরস্বতী পূজা ও ৯.৩০ মিঃ অঞ্জলী,দুপুর ১২.৩০ মিঃ হইতে সন্ধ্যা ৬.০০ মিঃ পর্যন্ত প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭.৩০ মিঃ,সন্ধ্যা আরতী ও ডিজিট্যাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা আরতী ও ডিজিট্যাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী,১৬ই ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা আরতী ও ডিজিট্যাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।১৭ই ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে- “মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজনে: বন্ধুমহল ক্লাব,১৮ ফেব্রুয়ারী রবিবার সম্পূর্ণ বহিরাগত শিল্পীদের সমন্বয়ে “নিত্য অনুষ্ঠান” আয়োজনে: বন্ধুমহল ক্লাব,১৯শে ফেব্রুয়ারী সোমবার ডিজিট্যাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী, ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার ডিজিট্যাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী,২১শে ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫.৩০মিঃ হইতে প্রতিমা বরণ ও সন্ধ্যা ৭ টায়
শুধুমাত্র মা বোনদের জন্য শঙ্কধ্বনী,উলুধ্বনী,প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং রাত্র ১০ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা।