শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ লাখ টাকার বিনিময়ে আয়া ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বাণিজ্যের আভিযোগ উঠেছে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এমপিও ভুক্ত শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়া ও নিরাপত্তা প্রহরী পদ দুইটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল।২টি শুন্য পদের বিপরীতে গত ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত ও ঢাকা থেকে প্রকাশিত ভোরের পাতা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু পাতানো নিয়োগ বানিজ্যের কারনে তেমন কেউ দরখাস্ত না করায় ঐ বিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটির মিটিংয়ে বাতিল করে। পরে পুনরায় দৈনিক পত্রদুত পত্রিকায় গত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ আহব্বান করা হয়।
বর্তমান সভাপতি আফম লুতফর রহমান ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ এর যোগসাজোশে ৩০ লাখ টাকার বিনিময়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেবে এবং অভিযোগের মধ্যে গতকাল ১৭ ফেব্রুয়ারী ২০২৪ আয়া ও নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা শুরু হয়।নিয়োগ বানিজ্যের বিষয়টি পরীক্ষা চলাকালীণ সময় নিয়োগ কমিটির সামনে আসে।এসময় স্কুল ক্যাম্পাসের মধ্যে স্থানীয় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে হট্টোগোল শুরু করে।
৬জন আয়া পদে ও ৬ জন নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও আগে থেকে টাকা নেওয়া হয়েছে বিধায় বাকী ৪ জন পরীক্ষা দিতে আসেনি। তার পরেও পরীক্ষা নেন ৬জন নিয়োগ কর্মকর্তা।পরীক্ষা শেষে আয়া পদের পরীক্ষার্থীরা সঠিক পাশ নম্বর না পাওয়ায় নিয়োগ কর্মকর্তারা নিয়োগ বাতিল করেন।নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষায় ৪ জন অংশ নিলেও পাশ মার্ক পায় ৩ জন। ৩ জনের স্বাক্ষাতকার শেষে সম্রাট কুমার বসাক প্রথম,সুশংকর মন্ডল দ্বিতীয় ও উজ্বল মন্ডলকে তৃতীয় নাম ঘোষনা দেওয়া হয়। অথচ গতকাল পরীক্ষা শেষে রেজাল্ট স্কুলের নোঠিশ বোর্ডে টানানো হয়নি।
নিয়োগ বানিজ্যর ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ এর কাছে জিঙ্গেষ করলে তিনি বলেন নিয়োগ বানিজ্যর ব্যাপারে স্কুলের সভাপতি জানেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফম লুতফর রহমান বলেন যে, বিষয়টি আমার জানা নেই। আমার জানার বাইরে কেউ কিছু করলে আমার করার কিছু নেই।নিয়োগ কমিটির কর্মকর্তারা হলেন ডিসি’র প্রতিনিধি কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আফম লুতফর রহমান ও প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদ।