শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে ডিপ্লোমা সার্ভেয়ারদের ৩দিনের অর্ধবেলা কর্মবিরতির মধ্য দিয়ে শেষ হলো অবস্থান ধর্মঘট কালিগঞ্জে ৪৯ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের শেষ প্রস্তুতি কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন কাদের সভাপতি,সম্পাদক জামসেদ বকশীগঞ্জে পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে যুব অধিকার পরিষদের কমিটি গঠন  মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোল টেবিল বৈঠক সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন 

কালিগঞ্জের শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যর অভিযোগ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪১ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ লাখ টাকার বিনিময়ে আয়া ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বাণিজ্যের আভিযোগ উঠেছে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এমপিও ভুক্ত শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়া ও নিরাপত্তা প্রহরী পদ দুইটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল।২টি শুন্য পদের বিপরীতে গত ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত ও ঢাকা থেকে প্রকাশিত ভোরের পাতা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু পাতানো নিয়োগ বানিজ্যের কারনে তেমন কেউ দরখাস্ত না করায় ঐ বিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটির মিটিংয়ে বাতিল করে। পরে পুনরায় দৈনিক পত্রদুত পত্রিকায় গত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ আহব্বান করা হয়।

বর্তমান সভাপতি আফম লুতফর রহমান ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ এর যোগসাজোশে ৩০ লাখ টাকার বিনিময়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেবে এবং অভিযোগের মধ্যে গতকাল ১৭ ফেব্রুয়ারী ২০২৪ আয়া ও নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা শুরু হয়।নিয়োগ বানিজ্যের বিষয়টি পরীক্ষা চলাকালীণ সময় নিয়োগ কমিটির সামনে আসে।এসময় স্কুল ক্যাম্পাসের মধ্যে স্থানীয় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে হট্টোগোল শুরু করে।

৬জন আয়া পদে ও ৬ জন নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও আগে থেকে টাকা নেওয়া হয়েছে বিধায় বাকী ৪ জন পরীক্ষা দিতে আসেনি। তার পরেও পরীক্ষা নেন ৬জন নিয়োগ কর্মকর্তা।পরীক্ষা শেষে আয়া পদের পরীক্ষার্থীরা সঠিক পাশ নম্বর না পাওয়ায় নিয়োগ কর্মকর্তারা নিয়োগ বাতিল করেন।নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষায় ৪ জন অংশ নিলেও পাশ মার্ক পায় ৩ জন। ৩ জনের স্বাক্ষাতকার শেষে সম্রাট কুমার বসাক প্রথম,সুশংকর মন্ডল দ্বিতীয় ও উজ্বল মন্ডলকে তৃতীয় নাম ঘোষনা দেওয়া হয়। অথচ গতকাল পরীক্ষা শেষে রেজাল্ট স্কুলের নোঠিশ বোর্ডে টানানো হয়নি।

নিয়োগ বানিজ্যর ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ এর কাছে জিঙ্গেষ করলে তিনি বলেন নিয়োগ বানিজ্যর ব্যাপারে স্কুলের সভাপতি জানেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফম লুতফর রহমান বলেন যে, বিষয়টি আমার জানা নেই। আমার জানার বাইরে কেউ কিছু করলে আমার করার কিছু নেই।নিয়োগ কমিটির কর্মকর্তারা হলেন ডিসি’র প্রতিনিধি কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আফম লুতফর রহমান ও প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।