কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করেছেন এ্যাসিল্যান্ডসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক বাবলুর বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অবিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী। বিক্ষোভের ঘটনাটি উপজেলার নিজদেবপুর উজ্জীবনী ইন্সটিটিউট এর সামনে সড়কের উপরে ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর-২৪) সকাল ১০টায় ইনিস্টিউটের চত্বর থেকে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপী তারা নানান শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেণ। এই বাবলু মাষ্টারের বিরুদ্ধে ইতিপূর্বে বহুবার ছাত্রী, সহকর্মীসহ বিভিন্ন জনের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রীর সাথে একইরুমে আপত্তিকর অবস্থায় আটকিয়ে বেরসিক জনতা পুলিশে দেওয়ার খবরও আছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা জেলা জুড়ে তা নিয়ে হৈচৈ শুরু হয়, তবুও থেমে নেই তার লাম্পট্য। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ (পদে) যায়গায় থেকেও বারবার নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা সচেতন মহলে নতুন করে সাড়া ফেলেছে। দাবী উঠেছে দ্রুততম সময়ের মধ্যে বিতর্কিত প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণ করা হোক। এঘটনার সত্যতা জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন বিক্ষোভ ও মিছিল হচ্ছিলো এ সংবাদে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারি প্রধান শিক্ষক অবরুদ্ধ আছেন। পরে সেখানে উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য উপস্থিত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত করে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়।