তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জে ইউপি সদস্যের স্ত্রী, তিন সন্তানের জননীর মৃত্যু নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্বজনদের হত্যার অভিযোগ। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর মোল্লাবহাটে ঘটেছে।
থানা পুলিশ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল গফফার প্রায়শঃ স্ত্রীকে মারপিট করে। গত মঙ্গলবার (১০ অক্টোবর) স্ত্রীকে ব্যাপক মারপিট করে মেম্বর, খবর পেয়ে তার ছোট ছেলে আব্দুর রউপ মায়ের কান্না দেখে পিতার উপর চড়াও হয় এবং মারপিট করে। এমনিভাবে ঠুনকো ঘটনায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। গত বুধবার (১১ অক্টোবর) রাত আনুঃ ৮ টায় স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্হত্যা করেছে বলে চিল্লাতে থাকে মেম্বর। এসময়ে দুই ছেলে ও প্রতিবেশিরা তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেম্বরের স্ত্রীকে মৃত্যু ঘোষনা করেন। এ সময় থেকেই বহুল বিতর্কিত মেম্বর আব্দুল গফফার লাপাত্তা হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী, সাবেক মেম্বর ও ওয়ার্ড আ’লীগের একাধিক নেতা জানান, গফফার মেম্বর তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী, তাকে আইনের আওতায় আনা হোক। মেম্বরের বড় ছেলে আব্দুল গফুর ও তার খালু জানান, মেম্বর প্রায়ই মারপিট করে স্ত্রীর শরীরের বিভিন্ন যায়গায় যখম করে ফেলেছে, পরিবারের কারোর কথায় কর্ণপাত করেনা মেম্বর। সেই পরিকল্পিতভাবে তার স্ত্রীকে হত্যা করেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান জানান কৃষ্ণনগর ইউপি সদস্যের স্ত্রী আত্মহত্যা করেছে মর্মে জানতে পেরে লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টে না আসা পর্যন্ত বলা যাবে না। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি, করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মেম্বর আব্দুল গফফার লাপাত্তা।