হাফিজুর রহমান,কালিগঞ্জ থেকে:
এলাকা বাসীর ব্যানারে মাহফিল ও ইসলামী সংগীতের নাম করে লক্ষাধিক টাকার চাঁদাবাজি করে প্রশাসনের অগোচরে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে গেলেও কেউ টের পায়নি। সোমবার (৬ ফেব্রুয়ারি) ছিল ইসলামী ছাত্রশিবিরের জন্ম ও প্রতিষ্ঠাবার্ষিকী।; দিবস টি পালন উপলক্ষে প্রতি বছর এলাকা বাসীর ব্যানারে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের বাড়ির পাশে মাহফিল ও ইসলামী সংগীতের অন্তরালে দিবসটি পালিত হয়েআসছে।
এবছর ও তার ব্যতিক্রম ঘটেনি। জেলা ও থানা পুলিশ প্রশাসনের কঠোর নজর এড়িয়ে এবারও সোমবার সন্ধ্যা থেকে উপজেলার মৌতলা গ্রামে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের বাড়ির পাশে ইসলামী সংগীতের নামে পালিত হয়ে গেল ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী। ””সাবেক ইসলামী ছাত্র শিবিরের নেতা ও উক্ত অনুষ্ঠানের সভাপতি আব্দুল হাদী ও জামায়াত কর্মী মাসুম বিল্লাহ আব্দুল কাইয়ুম এর ব্যবস্থাপনায় এবং উপস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রশিবিরের নেতৃ বৃন্দ কে নিয়ে পালিত হয়েছেদিবসটি।
উক্ত ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের নাম বিশেষ অতিথির জায়গায় লেখা থাকলেও উক্ত অনুষ্ঠানে তাদেরকে পাওয়া যায়নি তবে সাংবাদিকরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে সত্যতা মেলায় বিষয়টি ডিএসবিকে জানালে রাত ১২টার সময় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।