শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে,উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ আজহার আলীর।কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইবাদ আলী।উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আর খানম।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান।কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।যুগ্ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্চু। কালিগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার শেখ মনির আহমেদ,অর্থ কমান্ডার কালীগঞ্জ শেখ আব্দুর রউক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনোলজিস্ট কর্মকর্তা শেখ মশিউর রহমান। উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, তাপস কুমার ঘোষ ও শিমুল হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার,বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ,চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।