শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান এর অস্থায়ী কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। ভাংচুরের ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান বাদী হয়ে বুধবার কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা যায়, ৮অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টায় কৃষ্ণনগর গ্রামের মৃত ছলেমান সরদারের পুত্র নূর আহমেদ সুরুজ এর নেতৃত্বে ১০/১১ টি মোটরসাইকেলে যোগে ১৫/২০ জন ভুমি দস্যু কালিগঞ্জ সাকিনস্থ কালিকাপুর খেয়া ঘাট সংলগ্ন চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। এঘটনায় সাইফুর রহমান নুর আহমেদ সুরুজ কে ১নং আসামী করে মোট ১৫জন নামীয় এবং ৭-৮জন অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। এজাহার নামীয় ও অজ্ঞাত নামা আসামীরা চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়টি ভাংচুর করে সেখানে পজেশন আকারে দখল করিয়া অন্যত্রে বিক্রয়ের জন্য এ হামলা চালায়।
এজাহার নামীয় ব্যক্তিরা দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হইয়া হাতে লোহার রড, রামদা, হাসুয়া, শাবল, হাতুড়ী ও বাশের লাঠি দিয়ে কার্যালয়ের ভিতরে থাকা টেবিল, খাট সহ বিভিন্ন আসবাব পত্র ভাংচুর করিয়া অনুমান ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া কার্যালয়ের ভিতরে থাকা কয়েকটি প্লাষ্টিকের চেয়ার চুরি করিয়া নেয়। যার আনুমানিক মুল্য ১০ হাজার টাকা। কার্যালয়ের ভিতরে ভাংচুর করলেও স্থানীয় লোকজনদের বাঁধার মুখে আসামীরা কার্যালয়টি সম্পুর্ন রূপে ভাংচুর করতে ব্যর্থ হয়। এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়ন থেকে কালিকাপুর গ্রাম কে সব চাইতে দুরে অবস্থিত।
এলাকাটি পরিষদ থেকে দুরে হওয়ায় সেখান কার জন সাধারণের সমস্যা বিবেচনা করে ১ ও ২নং ওয়ার্ডের হতদরিদ্র অসহায় মানুষের সুবিধার কথা ভেবে ২০১৬ সালে এ কার্যালয়টি স্থাপন করেন আমার পিতা প্রয়াত চেয়ারম্যান কে, এম মোশারফ হোসেন, সপ্তাহে এক দিন করে ঐ এলাকার মানুষের সমস্যা এবং ছোট স্থানীয় সমস্যার বিষয় নিয়ে উক্ত কার্যালয়ে সমাধান করা হয়। তাছাড়া আমাদের ইউনিয়ন টি উপজেলার ভিতরে সবচেয়ে দূর্যোগ প্রবন ইউনিয়ন।
কালিকাপুর গ্রাম গলঘেসিয়া নদীর সংলগ্নে হওয়ায় যে কোন প্রাকৃতিক দূর্যোগে কালিকাপুরের দুইটি ওয়ার্ডের মানুষ সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয়। দূর্যোগের সময়ও অফিসটিতে দূর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির বিভিন্ন জিনিপত্র অত্র কার্যালয়ে রাখা হয়। এবিষয়ে প্যানেল চেয়ারম্যান আইনগত ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে।