শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জের পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে ঘটেছে। এঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে আবু বক্কার গাজী। ঘটনাটি ঘীরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সরেজমিন ও এজাহার সুত্রে জানাগেছে, থানা এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত কোরবান আলী গাজীর পুত্র আবু বক্কারের সাথে আব্দুল বারী গাজীর দীর্ঘদিন জমিজমাদী দখল সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে ইউপি ও থানায় একাধীকবার শালিষ হয় কিন্তু সমাধান হয়নি। আব্দুল বারী গাজীর রেকডিয় সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার চেষ্টায় আপন ভাই আবু বক্কার গাজী নানান চক্রান্ত করে আসছে এমন অভিযোগ উঠে অন্যদিকে বারী গাজী গং আবু বক্কারের দখলীয় জমি জবরদখলের অভিযোগ করে।
এরই জেরধরে শনিবার (২১ জানুয়ারী) গভীর রাতে আবু বক্কারের রান্নাঘরে অগ্নি সংযোগের ঘটনায় আংশিক ভষ্মিভূত হয়। তিনি আপন ভাই আব্দুল বারী গাজী ও তার পুত্র তুহিনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আবু বক্কার গাজী। এদিকে আবু বক্করের আপন ভাই প্রভাষক আব্দুল মজিদ ও আব্দুর রশিদের নিকট ঘটনা সম্পর্কে জানতে চাইলে এ প্রতিনিধিকে জানিয়েছেন যে, অগ্নিসংযোগের ঘটনা সাজানো ও পরিকল্পিত। বারী ভাই ও ভাইপোকে জব্দ করতে এমন কান্ড ঘটিয়েছে। মুলত বিরোধীয় জমি আব্দুল বারী ভাইয়ের নামীয় ও রেকডিয়।
একই ভাবে চাঁচাই গ্রামের নজরুল ঢালী, আব্দুল মানান মোড়ল, আবুল কালাম মোড়লসহ একাধীক ব্যাক্তি জানান, আবু বক্কার গাজীর ছেলে সন্তান নেই, তিনটি কন্যা সন্তানের পিতা। তিনি জামাই ও মেয়েদের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। ঐজমির মধ্যে তার ভাই আব্দুল বারী গাজীর নিজ নামীয় ও রেকডিও। আর অগ্নিসংযোগের ঘটনাটি সাজানো মনে হচ্ছে। অপরদিকে আবু বক্কারের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তাদের রান্নাঘরে তুহিনের নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে, আমরা এর প্রতিকার চাই।