শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জমির সীমানা ও ৬টি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার ১১ নং রতনপুর ইউনিয়নের মহেষকুড় গ্রামে।
অভিযোগে জানা যায়, উপজেলার মহেষকুড় গ্রামের মৃত শামসুর রহমান এর পুত্র রুহুল আমিন (৬০) রুহুল কুদ্দুস (৫৫) নুরুল আমিন (৪৮) নুরুজ্জামান (৪০) নুরুল হুদা (৩৫) ও তার পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের ধরে ঐ গ্রামের প্রতিবেশি মৃত হযরত আলীর পুত্র আব্দুল হামিদ (৬০) দাউদ আলী (৪৫) আব্দুল হামিদের স্ত্রী আয়েশা খাতুন (৫০) দাউদ আলীর স্ত্রী হালিমা খাতুন (৪৭) কন্যা সাদিয়া সুলতানা (১৫) শারমিন খাতুন মুক্তা (১৬) জমির সীমানার ঘেরা দিতে গেলে উভয় পক্ষের লোক জনের সঙ্গে মারপিটের ঘটনা ঘটে।
এবিষয়ে সরেজমিনে গেলে মহেষকুড় গ্রামের নাম প্রকাশে ‘র অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন পূবের্র শত্রুতাকে পুঁজি করে জমির সীমানা ঘেরা নির্ধারণ কে ঘিরে গন্ডগোলের সৃষ্টি করে।এ সময় প্রতিপক্ষ রুহুল আমিন, রুহুল কুদ্দুস, নুরুল আমিন,নুরুজ্জামান,নুরুল হুদা ও তাদের বাহিনী নিয়ে। প্রতিবেশী আব্দুল হামিদ, দাউদ আলী,আব্দুল হামিদের স্ত্রী আয়েশা খাতুন,দাউদ আলীর স্ত্রী হালিমা খাতুন ও কন্যা’রা সাদিয়া সুলতানা,শারমিন খাতুন মুক্তাকে এলোপাতাড়ি কিল,চড়,লাথি খেয়ে নাজেহাল হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে অবস্থান করেন।
প্রতিপক্ষ মৃত শামসুর রহমান এর পুত্র রুহুল আমিন,রুহুল কুদ্দুস,নুরুল আমিন, নুরুজ্জামান নুরুল হুদা প্রতিনিধি জানতে চাইলে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে এড়িয়ে যান।