বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক বকশীগঞ্জে অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের বিরুদ্ধে সাবেক মেয়র সহ তিনজনের সংবাদ সম্মেলন বকশীগঞ্জে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:): জশনে জুলুস অনুষ্ঠিত । মুন্সীগঞ্জে মিরকাদিম ছাত্রদল নেতা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করলেন – জসীমউদ্দিন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্য বরণ ও সেরা সদস্যদের মাঝে সম্মননা ক্রেস্ট বিতরণ ২০২৪ইং বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে বর্তমান চেয়াম্যানের বাড়ি জ্বালানোয় মামলা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান  বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিয়ের প্রলোভন দেখিয়ে দ্বশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ

কালিগঞ্জে জমি দখল কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নারী, পুরুষ সহ আহত ৫।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৭৭ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে বোমা ফাটিয়ে রামদা, লাঠি নিয়ে ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক বিরোধীয় জমি দখল করতে গিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে নারী-পুরুষ সহ ৫জনকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।

ওই সময় স্থানীয়রা ৯৯৯ ফোন করলে থানা হতে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রক্তাক্ত আহতদের উদ্ধার করে ইঞ্জিনভ্যান যোগে দ্রুত কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুধ লি গ্রামে শুক্রবার (১০ জুন) ভোর ৫টার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলো দুধ লি গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র হাবিবুল্লাহ শেখ (৫০) তার স্ত্রী মরিয়ম বেগম (৪০)মৃত মাহাতাব শেখ এর পুত্র আব্দুল্লাহ শেখ (৫৫) তার স্ত্রী খাদিজা খাতুন (৪৫)এবং সাজিদের স্ত্রী মোমেনা খাতুন (৫০)।

এরমধ্যে আহত আব্দুল্লাহ শেখ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কালিগঞ্জ হাসপাতাল এর বিছানায় আহত হাবিবুল্লাহ, মোমেনা খাদিজা সাংবাদিকদের জানান দুই বিঘা জমি নিয়ে তাদের সঙ্গে রহমান শেখ ও রাহান শেখ গং এর দীর্ঘদিন বিরোধ ও সাতক্ষীরা আদালতে মামলা চলে আসছে। বিরোধীয় উক্ত সম্পত্তি জোর পূর্বক দখলের জন্য পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার ভোর আনুমানিক ৫টার সময় রাহান শেখ, রহমান শেখ এবং ভূমি সন্ত্রাসী আতিয়ার রহমানের নেতৃত্বে সন্ত্রাসী মামুন, আলামিন, রহিম, আমিনুর সহ অজ্ঞাত ২০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রথমে বোমা ফাটিয়ে তারা সৃষ্টি করে। পরে হাতে রামদা, লাঠি নিয়ে প্রথমে বেধড়ক পিটিয়ে নারী-পুরুষদের গাছে বেঁধে ফেলে। ওই সময় বাধা দিতে আসলে আব্দুল্লাহ এবং হাবিবুল্লাহ কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ৯৯৯ফোন দিলে থানা হতে উপ পরিদর্শক মিলন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর হতে চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি বলে ভুক্তভোগীরা জানান। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক শেখ মনিরুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এমন আশঙ্কায় বেলা সাড়ে১১ টার সময় ঘটনাস্থলে টহল অব্যাহত রাখে বলে জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।