শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কৃষক কৃষাণীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ শে সেপ্টেম্বর) ১১ বেলা টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ এর সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইজুল ইসলাম এর সঞ্চালনায়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ড. জামাল উদ্দীন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ এস এম খালিদ সাইফুল্লাহ সাতক্ষীরা জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্যামল মন্ডল। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন লিড ফার্মার শাহাদাত হোসাইন সাজু, আব্দুল আজিজ, শিউলি রানী সরকার,আরো উপস্থিত ছিলেন অএ ইউনিয়নের দেড় শতাধিক কৃষক কৃষাণী।