শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

কালিগঞ্জে পশ্চিম মৌতলা সীড স্টোর জামে মসজিদে ২৫ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

শেখ মারুফ হোসেন,কালিগঞ্জ থেকেঃ

এসো মোমিন দলে দলে ইসলামে ছায়া তলে এই প্রতিপাত্ত কে সামনে রেখে, কালিগঞ্জ উপজেলায় পশ্চিম মৌতলা সীড স্টোর কেন্দ্রীয়া জামে মসজিদ এবং নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে।

পবিত্র জুম্মার দিন শুক্রবার,শনিবার, রবিবার, ২৪-২৫-২৬-২০২৩ বাদ আছর হতে প্রতি বছরের ন্যায় অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা অলিউর রহমান এর সভাপতিত্বে, ও শেখ মুজাফার এর সঞ্চালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রথম দিনের প্রধান বক্তা বক্তব্য রাখেন,হযরত মাওলানা বুলবুল আহমেদ( টাঙ্গাইল) সভাপতি বাংলাদেশ কুরআন গবেষণা পরিষদ ময়মনসিংহ।

দ্বিতীয় দিনের প্রধান বক্তা বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ- আল নোমানী, সভাপতি, বাংলাদেশ কুরআন গবেষণা পরিষদ( ঢাকা)।

তৃতীয় দিনের প্রধান বক্তা বক্তব্য রাখেন মাওলানা আশরাফুজ্জামান আল আজাদী (দক্ষিণ খুলনা) এছাড়া বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ১২ নম্বর মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম।

যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু। আমি শুধু মানুষের ভালবাসা ও দোয়া চাই’।

এছাড়া প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সাধারণ মুসলমানদের জন্য ধর্মীয় নানা বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেল বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে থাকেন এবং সারারাত জেগে, গভীর আগ্রহ সহকারে কোরআন-হাদিসের আলোচনা শোনেন। শেষ দিনে মধ্য রাতে আখেরি মোনাজাতের পরে মাহফিল শুনতে আশা সকলের মাঝে তুবারক বন্টন করা হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।