শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা কালিগঞ্জের নানান অপকর্মের হোতা মেম্বার কলিম গাজীকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর আনুমানিক ৩ ঘটিকায় গড়েরহাট নামক স্থান থেকে তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায় তার সৎ শ্যালক কুয়েত প্রবাসী হাফিজুল ইসলাম বিদেশে থাকায় হাফিজুলের স্ত্রী দুই সন্তানের জননী রুনা পারভীন ( ২৯) তার দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে। গত শুক্রবার (৮ মার্চ) বেলা আনুমানিক ১.০৫ ঘটিকায় বাদী রুনা পারভীনের শাশুড়ি আসামি কলিম গাজীকে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য রুনার নিজস্ব বাড়িতে ডাকলে কথাবার্তার এক পর্যায়ে কলিম গাজী উত্তেজিত হয়ে তার সৎ শ্যালকের স্ত্রী রুনা পারভিনকে মারপিট শুরু করে এবং তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। রুনা পারভীনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্য রত ডাক্তার তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে রুনা পারভীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-৭। এই ইউপি সদস্য কলিম গাজী মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের সালমা পারভীন নামক একটি মেয়ের এসিড নিক্ষেপ কেসের আসামি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাছাড়া দুর্নীতিবাজ এই মেম্বার কলিম গাজী মথুরেশপুর ইউনিয়নের বিগত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান গাইনের সময়ে রাস্তা তৈরি না করে সরকারি অর্থ আত্মসাৎ এর দায়ে বর্তমানে দুদুকে তার নামে মামলা চলছে ।