তাপস কুমার ঘোষঃ
কালিগঞ্জ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন-পিজি সদস্যদের দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ঘটিকা হইতে দিনব্যাপী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শংকর কুমার দে,কালিগঞ্জ সোনালী ব্যাংকের (ব্যবস্থাপক) প্রশান্ত ব্যানার্জি। উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন জুয়েল, এল এফ এ শাকিল আহমেদ, এলএসপি রুপা সরকার,প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন-পিজি সদস্য পুরুষ ও মহিলা সহ সাংবাদিকবৃন্দ।
ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষক বলেন, আজ প্রশিক্ষক হিসেবে ব্যবসা ও উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালায় পিজি ও নন পিজি সদস্যদের ব্যবসার ধরন ও ব্যবসায়িক পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করি। এতে আমার ধারণা উক্ত প্রকল্পের আওতায় সকল সদস্যদের ব্যবসার সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।