বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৩’শ লিটার মদসহ গ্রেপ্তার ১ হাটহাজারীতে বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালিতে মীর হেলাল বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকায় জিয়া পরিবার হাটহাজারীতে নাছির নামক আওয়ামী লীগ. নেতা গ্রেপ্তার! বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর তাহিরপুরে হাঁসের খামারে ভাঙচুর, পিটিয়ে মারা হলো ১০০ হাঁস চট্টগ্রামে দারোয়ানকে মারধর করে ১৯ গরু ডাকাতি  চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ চারঘাটে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ সালথায় জমিজমা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭’শ কেজি চিংড়ি বিনষ্টঃ চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা।

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

 

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭’শ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে। চিংড়িতে অপদ্রব্য পুশে জড়িত থাকায় ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৮ জন নারী শ্রমিককে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঁশতলা মৎস্যসেটে ও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এসময়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর এ এসপি নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান।

আদালতে সাজাপ্রাপ্ত চার ব্যবসায়ি হলেন আশাশুনি উপজেলার মুহিষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন গাজী ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন গাজী।

তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, পুশকরাকালীন সময়ে আটককৃত ৮ জন নারীকে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।