শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা’ র মাস্ক বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুন বিকাল ৫ টায় কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে উঠান বৈঠাকে মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা’র চেয়ারপার্সন মোছাঃ ছকিনা পারভীন মাস্ক বিতরণ করেন এবং তিনি বক্তব্যে বলে কোভিড ১৯ করোনা ভাইরাস সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করছিলো। এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাচঁতে হলে সচেতন হতে হবে এবং সবাইকে মাস্ক পরিধান করতে হবে।
মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র এ কার্যক্রম চলমান থাকবে।করোনার ভাইরাস শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষকে সচেতন করেছেন হাত ধুবার ব্যবস্থা করেছেন এবং খাবার ও মাস্ক সাবান ও লিফলেট নগদ টাকা বিতরণ করেছেন। মহামারীর করোনা পরবর্তীকালে
আমাদের কি এখনও মাস্ক পরা উচিত? উত্তর হল হ্যাঁ আমরা জানি অনেকেই এ বিষয়ে হতাশা বোধ করবেন, কিন্তু আমাদের এখনও হাল ধরে রাখতে হবে।
মাস্ক পরা এখনও নিজেদের এবং আমাদের চার পাশের মানুষদের রক্ষা করার একটি শক্তিশালী উপায়। মাস্ক পরার ধারাবাহিকতা বজায় রেখে মিশন মহিলা উন্নয়ন সংস্থা উদ্যোগ গ্রহণ করেন, জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা এবার নারী প্রধান ৫০০০ পরিবারকে উন্নতমানের কাপড়ের মাস্ক বিতারণ করা হবে।বিভিন্ন সার্ভিস গুলো মিশন মহিলা উন্নয়ন সংস্থা নারীদের কাছে পৌঁছে দিয়েছেন।