বাবলু হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয় রায়পুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান।
এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শাহাবুদ্দিন (ছোট), উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, ফাউন্ডেশন এর সহ-সভাপতি ফজলু মল্লিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুর সরদার, হাজী মোকছেদ আলী, মোস্তফা কারিগর, আলিম কারিগর, আবুল হোসেন, আজিজুল হালদার প্রমূখ।
ভার্চুয়াল উপস্থিত ছিলেন প্রবাস থেকে সংগঠনের সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক মজনু মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলামিন, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ ও প্রধান উপদেষ্টা হালিম সরদার সহ প্রবাসে থাকা সংগঠনের সকল নেতৃবৃন্দ।
রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন একটি অলাভজন ও সমাজ সেবা মূলক ফাউন্ডেশন। দীর্ঘদিন যাবত এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। তাই অনুষ্ঠানে সকল বক্তারা এই ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন।