সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জ আদালতের সহায়ক কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার, সাংগঠনিক সম্পাদক কাদির  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।  মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ।

কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৫জন নারীকে সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭০০ বার পঠিত

শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।

আর নয় পরনির্ভরশীলতা,নিজ কর্মে বাঁচুক বাংলার নারী-এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে-কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ৫ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ রা এপ্রিল) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সহ উত্তর শ্রীপুর গ্রামে এই সংস্থার পক্ষ থেকে শহিন হোসেনের স্ত্রী রাজিয়া খাতুন উত্তর শ্রীপুর গ্রামের মিলন হোসেনের স্ত্রী আনজুমান আরা,ঘোজাডাঙ্গা গ্রামের ধনঞ্জয় বৈদ্য স্ত্রী স্বপ্না বৈদ্য,শারমিন সুলতানা ও সাজেদা খাতুন মোট পাঁচ জন নারীকে লিমা মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে লিমা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আকলিমা খাতুন লিমা তিনি বলেন”ইউনিয়ন পর্যায়ে আমাদের উদ্দেশ্য পুরুষের পাশাপাশি নারীদেরও দেশের উন্নয়ন কাজে সামিল করা এবং সরকারও নারী দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ নানান বিষয়ে জোর দিচ্ছে। তাছাড়া নারী পুরুষ একত্রিত হয়ে কাজ না করলে ২০৪১ সালে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবেনা। তাই দেশ উন্নয়নে নারী-পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন নারীদের ক্ষমতায়েন আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কোন বিকল্প নেই,তিনি নারীদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে দক্ষ ও স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার আহবান জানান।

সেলাই মেশিন পাওয়া শারমিন সুলতানা বলেন, আমার স্বামী একজন দিনমজুর। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই।লিমা মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাবো।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।