মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

কালিগঞ্জে শিশু বলাৎকারক লম্পট রুহুল আমিন পুলিশি জালে আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৭১৫ বার পঠিত

হাফিজুর রহমান,কালীগঞ্জ থেকেঃ

তৃতীয় শ্রেণীর ১ছাত্রকে খাবারের প্রলোভন দেখাইয়ে ফুটবল খেলা দেখাতে নিয়ে বাগানে ফেলে বলাৎকারক জামাত নেতা বহু অপকর্মের হোতা একাধিক সহিংস মামলার আসামি লম্পট রুহুল আমিন মোড়ল অবশেষে পুলিশের জালে আটক হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ বুধবার (২ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রাম থেকে তাকে আটক করে। আটকৃত রুহুল আমিন মোড়ল (৫৬) মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত কেতাব আলী মোড়লের পুত্র। গত বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা ফাতেমা খাতুনের থানায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে। আটককৃত লম্পট রুহুল আমিন কে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগী বলাৎ এর শিকার শিক্ষার্থীকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট ১২২ ধারায় জবানবন্দি এবং সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত গত (৩১ অক্টোবর) রবিবার বিকালে পারুল গাছা মাঠে ৪দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। ঐদিন
স্কুল থেকে বিকালে বাড়ি ফেরার পথে রুহুল আমিন মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ফুটবল খেলা দেখাতে নিয়ে যাবে বলে অনেকগুলো খাবার কিনে দেয়। এবং বলে তাড়াতাড়ি বাড়ি যেয়ে স্কুল ব্যাগ রেখে স্কুল ড্রেসে চেঞ্জ করে চলে আসতে। ওই শিক্ষার্থী বাড়ি থেকে আসলে একটি বাইসাইকেল উঠিয়ে পারুলগাছা ফুটবল মাঠে নিয়ে লোকের ভিড় দেখে একটি গাছে উঠিয়ে দেয়।
খেলা শেষ হওয়ার পরে সন্ধ্যার সময় মাঠের পূর্ব পাশে আম বাগানে নিয়ে মুখ চেপে ধরে প্যান্ট খুলে খারাপ কাজ করে। ওই সময় ওই শিক্ষার্থী যন্ত্রণায় ছটফট করলে সে মুখ চেপে ধরে কাউকে কিছু না বলার জন্য হত্যার ভয় দেখিয়ে তার বাইসাইকেলে নিয়ে রাতে বাড়ির পাশে নামিয়ে দিয়ে চলে যায়।

বাড়ি যেতে রাত হওয়ায় তার মা (ফাতেমা খাতুন) কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে প্রথমে ওই শিক্ষার্থী ভয়ে এবং যন্ত্রণায় কিছু বলিনি। পরবর্তীতে তার এক সহপাঠীর নিকট হতে বিষয়টি জানতে পারে ওই সময় ধমক দিলে ভুক্তভোগী শিক্ষার্থী সমস্ত ঘটনা মাকে খুলে বলে। ঘটনা শোনার পর ওই রাতেই তার মা চেয়ারম্যানের বাড়িতে যায়। চেয়ারম্যান বাড়িতে না থাকায় ফেরত চলে আসে। সকালে পুনরায় চেয়ারম্যানের নিকট গেলে তিনি বিষয়টি তার ভাই একাধিক সহিংস মামলার আসামি নূর মোহাম্মদ কে সন্ধ্যার মধ্যে মীমাংসা করে দিতে বলেন। তারা ওই সময় আমরা নূর মোহাম্মদের নিকট বিচার পাবে না বলে বাড়িতে চলে আস । এরপর হতে রুহুল আমিনের বাহিনী দিয়ে তাদের বাড়ি পাহারায় রাখা হয় যাতে করে থানা পুলিশের না জানাতে পারে এরপর গত বুধবার রাতে এর আগেও সেই একাধিক শিশু শিক্ষার্থী কে বলাৎকার করলে পিটুনি ও জরিমানা দিয়ে রেহাই পায়। গত ২০২১ সালে একুশে আগস্ট চৌমুহনী বাজারে কালিকাপুর গ্রামের ১২ বছরের এক শিশুকে বলাৎকার করে জরিমানা দিয়ে রেহাই পায়।
এ ছাড়াও তার পুত্র জামায়াতের ক্যাডার আশরাফুল ইসলাম আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মোসলেম হত্যা সহ একাধিক সহিংস মামলার আসামি থাকা অবস্থায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়। ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান সাংবাদিকদের জানান অভিযান চালিয়ে বলাৎকারক এর বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।