শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

কালিগঞ্জে সহপাঠীর পাইপের আঘাতে চোখ হারিয়েছে দশম শ্রেণীর ছাত্র রুদ্রনীল 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি:

কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠী ফাহিমের ছোড়া প্লাস্টিক পাইপের আঘাতে ডান চোখ হারিয়েছে দশম শ্রেণীর ছাত্র রুদ্রনীল।

গত বৃহস্পতিবার (২২ মার্চ) বেলা আনুমানিক ১২টার দিকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সময় ঘটনাটি ঘটেছে।

কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারি এক শিক্ষক জানান, ওই স্কুলের এক ছাত্রের ছোড়া প্লাস্টিকের পাইবের আঘাতে রুদ্রনীলের ডান চোখের মনি ফেটে রক্তাক্ত জখম হয়।

দ্রুত স্কুল কর্তৃপক্ষ তার পরিবারের সদস্যদের সংবাদ দিলে তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশন চক্ষু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত ডাক্তারদের পরামর্শে তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বর্তমান রুদ্রনীল ঢাকা শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে তার চোখের অপারেশন করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে। সে আর চোখে দেখতে পারবে না এই সংবাদে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। বর্তমান সে মারাত্মক অসুস্থ ডান চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছেনা। রুদ্রনীল এর পিতা প্রণব মজুমদার একজন চাউল ব্যবসায়ী ও তার মা রঞ্জিতা রানী দাস কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

রুদ্র নীলের মা রঞ্জিতা রানী জানান, ছেলের সাথে সহপাঠীদের মনোমালিন্য থাকায় আমার ছেলের সহপাঠী ফাহিম রুদ্রনীলকে কাছে ডেকে চোখে পাইপ দিয়ে আঘাত করেছে।

রুদ্রেনীলের প্রাথমিক চিকিৎসার জন্য তার মায়ের স্কুলের শিক্ষকদের সমিতি থেকে ১ লক্ষ টাকা লোন নিয়ে বর্তমান তার চিকিৎসা চলছে।

কিন্তু কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা অসুস্থ রুদ্রেনীলের কোন খোঁজ খবর না নেওয়ায় এবং সহযোগিতা না করায় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভর সৃষ্টি হয়েছে।

বর্তমান রুদ্রনীল ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকা চিকিৎসাধীন রয়েছে। একজন ছাত্র তার একটি চোখ নষ্ট হয়ে গেলে কিভাবে সে বাকি জীবনটা কাটাবে তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত রুদ্রনীলের পিতা-মাতা এবং পরিবারের সদস্যরা।

রুদ্রনীলের পিতা প্রণব মজুমদার এর গ্রামের বাড়ি বাগেরহাট তার মায়ের চাকরির সূত্রে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রামে বসবাস করছেন। রুদ্রনীল মজুমদারের চোখের উন্নত চিকিৎসার জন্য তার পরিবার স্কুল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।