তাপস কুমার ঘোষঃ
কালিগঞ্জের শ্রীধরকাটি স্বপ্নছোঁয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড এর বর্ণাঢ্য আয়োজনে ৫৬ জন চাকুরীজিবীকে গুনিজন সন্মাননা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ এপ্রিল) বিকাল ৫ টায় শ্রীধরকাটি স্বপ্নছোঁয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অফিস সংলগ্ন স্থানীয় মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সেনা অফিসার শেখ আকরাম হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক সু- সংগঠক শেখ আকতার উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীধরকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্য শেখ আলাউদ্দীন আহমেদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের বিএসিএইচ ম্যানেজার আ.ক.ম মোরশেদ (মন্টু), অবসরপ্রাপ্ত অডিট অফিসার মোঃ শওকত হোসেন মোড়ল, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর শিমুল, শিক্ষক শেখ আব্দুল্লাহ, তরুন উদ্যোক্তা তামিম আল আরাফাত, মাহবুব হোসেন, শেখ সোয়াইব আকতার সাদিদ প্রমুখ। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে
বীর মুক্তিযোদ্ধা ২জন, ব্যাংক কর্মকর্তা ১২ জন, শিক্ষক ৭জন, সেনা সদস্য ৪জন, মরণ উত্তর ৫ জন, উদ্যোক্তা ৫জনসহ বিভিন্ন পর্যায়ের এনজিওতে চাকরিরত ১০জনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময়ে সকৱকে ব্যাজ পরিধান ও ফুল দিয়ে বরণ করে নেন শ্রীধরকাঠী স্বপ্নছোঁয়া সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।