রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক  শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আনিছুর রহমান সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে আটক- ০২ মুন্সীগঞ্জ মিরকাদিমে জেলা বিএনপির পূজা মন্ডপ পরিদর্শনে অনুদান প্রদান শ্রীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ফরহাদ হোসেন কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুরের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার আর নেই  বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কালিগঞ্জের মন্ডপে মন্ডপে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর শুভেচ্ছা  কালিগঞ্জে গ্রীল ও তালা কেটে দশ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অসুস্থ ৭ জন সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

কালিগঞ্জে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

 

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ

কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে অবহিত করণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ জুন) সকাল ১০টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি অফিসার জি এম শফিউল্লাহর সঞ্চালনায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী তিনি বলেন” কালিগঞ্জ উপজেলা একটি কৃষি উর্বর ভূমি এই প্রকল্পটির গ্রহণের আগে এই উপজেলার সাবেক কৃষি অফিসার ফজলুল হক মনি এলাকার কৃষি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি আরো বলেন কালিগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়ন এর তুলনায় মৌতলা ইউনিয়ন কৃষি প্রযুক্তির মাধ্যমে আউট ড্রেন রেখে,ভেড়ির উপর সবজি চাষে অগ্রণী ভূমিকা রেখেছে।

কৃষি চাষ করে মাইলকে মাইল আউট ড্রেন ও সবজি চাষ হচ্ছে এবং কৃষি,মৎস্য চাষে এলাকা হবে, মৎস্য পল্লী।তিনি বলেন কালীগঞ্জে কৃষি বিপ্লব ঘটানো হবে, আমরা কৃষিতে সমৃদ্ধ হবে, আগামী বছর আমাদের উপজেলা কৃষিতে স্বর্ণযুগ বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন” ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রকল্প পরিচালক ফজলুল হক মনি বলেন” খুলনাঞ্চলের চারটি জেলার নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা মোট ২৮ টি উপজেলা ও দুটি মেট্রো অফিস এই প্রকল্প এলাকার মধ্যে , কোটি টাকা ব্যয়ে চারটি উপজেলায় এই প্রকল্পের কাজ চলবে। এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনে সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকার ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিনসহ কর্মশালার সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষক, কৃষাণী অংশগ্রহণ করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।