শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
” আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকার বদ্ধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে উকশা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও অসহায় দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় উপজেলার সেকেন্দারনগর চৌমোহনী রংধনু কমপ্লেক্সে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বডশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উকশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত মন্ডল, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবু হাসান, উকশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন, নুরজাহান খাতুন ও আব্দুস সালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ আলোর পথিক যুব ফাউন্ডেশন এর আহবায়ক নুর আলম।