এস এম তাজুল হাসান সাদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ’র সাথে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার অন্তরগত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজ এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিম সভায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে, সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় শিক্ষা অফিসার বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শিক্ষকগণ বরণ করে নেন।
মত বিনিময় সভায় সুষ্ঠু বিদ্যালয় পরিচালনায় শিক্ষকদের আশা আকাঙ্খা ও মাধ্যমিক শিক্ষা অফিসের সেবার ভিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেন সমিতির সহসভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবল আলম বাবলু, কালিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়,চৌমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহম্মেদ,যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য,কামরুজ্জামান টুকু, সাংগঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন।
নবাগত শিক্ষা অফিসার শিক্ষকদের মতামতের প্রেক্ষিতে সরকারী নির্দেশনার আলোকে বিদ্যালয় পরিচালনায় সর্বোচ্ছ সহযোগীতা করার কথা জানান।তিনি বিদ্যালয় পরিচালনা এবং পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা প্রত্যাশা করেন এবং শিক্ষাক্রম বাস্তবায়নে সবার নিরলস প্রচেষ্টা ও সহযোগীতা কামনা করেন।
© All rights reserved © 2022 Sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।