শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর তাহিরপুর সীমান্তে জামাতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে অপরাধ দমনে ১০০টি মোটরসাইকেল প্যাট্রোলিং গাজীপুরে এক সাংবাদিককে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোর অভিযোগে তদন্তের নির্দেশনা আইজিপি’র  ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত  ছাদখোলা বাসে বাফুফে গমন চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের  রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন

কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রামের রাস্তা নিয়ে নানান ভোগান্তি

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

 

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সদর কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাজার গ্রাম ফুলতলা মৎস্য সেটের পাশে পানির ফিল্টার হতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট ভঙ্গুর দশা রাস্তা নিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠলেও দেখার কেউ নাই। রাস্তাটির অধিকাংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। অথচ এইভঙ্গুর রাস্তাটি সংস্কার কাজ দেখিয়ে বিগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা টাকা উত্তোলন করে প্রকল্প নিয়ে কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করার বিস্তর অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানান। শ্যামনগর কালিগঞ্জ মহাসড়ক হতে এই রাস্তাটি সংযোগ সড়ক হিসাবে এলাকার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এর ছাত্র—ছাত্রী ব্যবসায়ী, সাধারণ মানুষ বেশি চলাচল করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় অতি বর্ষণ প্লাবিত হয়ে ডুবে থাকায় আর চলাচল করা সম্ভব হয়না। এছাড়াও এলাকার বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর, বাজারগ্রাম কাশিমপুর গ্রামের এক মাত্র জেলা পরিষদের পানির পুকুর এবং ফিল্টার এর পানি পান করে এলাকাবাসী শত বছর ধরে বেঁচে আছে। প্রতিদিন শত শত নারী পুরুষ এই পুকুর এবং ফিল্টারের পানি নিতে আসতে হয়। এই রাস্তা জলবদ্ধতার কারণে ফুলতলার মহাসড়কের ব্যস্ততম এলাকা দিয়ে এসে পানি নিতে নানান দুর্ঘটনার শিকার হতে হয়।

বিষয়টি নিয়ে এলাকাবাসী এলাকার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন জানিয়ে ও কোন ফল হয়নি বরং শুধু মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধুমাত্র নির্বাচনের আগে ভোটারদের কাছে ভোট ভিক্ষার প্রতিশ্রুতি হিসেবে রাস্তা সংস্কারের কথা অগ্রভাগে থাকলেও নির্বাচনী বইতারনা পার করে আর এলাকাবাসীর কথা মনে রাখে না। তাই এলাকাবাসী সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এবং বিগত দিনে যে সমস্ত ইউপি চেয়ারম্যান ওই ইউপি সদস্যরা সংস্কারের নামে এ সমস্ত প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে তদন্ত পূর্ব তাদের প্রতি আইন অনুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।