শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ

কালিগঞ্জ গোবিন্দকাটি তিন দিনব্যাপী পৌষ মেলা সমপ্ত হয়েছে।

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

নানা আয়োজনে উৎসবের মধ্য দিয়ে কালিগঞ্জ গোবিন্দকাটি শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী পৌষ মেলা ২০২২ সমপ্ত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৌষ মেলার তৃতীয় দিনের অনুষ্ঠানে ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও অয়ন্তী বিশ্বাস এর সঞ্চালনায়।

পৌষ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তিনি বলেন” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে।আমরা আগামী ’৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো।আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাবো।
হাজার বছরের এ ঐতিহ্যকে তুলে ধরতে আমাদের এর পরিচর্যা করতে হবে। ঋতুভিত্তিক বিভিন্ন আয়োজন ও উৎসব সারা দেশে ছড়িয়ে দিলে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আরও বেশি করে পরিচিত হবে এ প্রজন্ম।

তিনি আরো বলেন”বাঙালির প্রকৃত মূল্যবোধ, চেতনা, জীবনবোধ নগরজীবনে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তুলে ধরতে এমন পৌষ মেলায় যদি জামাই পিঠা, বউ পিঠা, ভাপা পিঠা, সিদ্ধ পুলি, পাকন, খেজুর পিঠা, ঝাল পিঠা। সুনিশ্চিত মানুষের দৃষ্টিভঙ্গি ফিরে আসবে, আমি উপজেলার পক্ষ থেকে গোবিন্দ কাটি পৌষ মেলা এত সুন্দর অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন।আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশা জীবি পরিষদের দক্ষিণ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুকুল বিশ্বাস।কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু বিশ্বজিৎ সরদার ,ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম জয় বাংলা, শিক্ষক গৌড়পদ সরকার, তারক সরকার, মাস্টার আস্কার উদ্দিন প্রমুখ।উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ মেলার উৎসবের অগণিত দর্শক মন্ডলী।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।