শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সাধারণ সভায় এজেন্ডা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু।
উপদেষ্ঠা আব্দুল লতিফ মোড়ল, প্রেসক্লাবের সহ সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু।
নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু ও নির্বাহী সদস্য এস এম ফারুক হোসেন। এছাড়া বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য জি এম সামছুর রহমান, শেখ আব্দুর হামিদ, ডি এম সিরাজুল ইসলাম, জি এম আব্দুল বারী, প্রভাসক মনিরুজ্জামান মহসীন, শেখ লুৎফর রহমান, প্রভাসক সেলিম শাহারিয়ার, গাজী মিজানুর রহমান, সাজেদুল হক সাজু, বাবলা আহম্মেদ, গাজী জাহাঙ্গীর কবীর, ঈলাদেবী মল্লিক, মাষ্টার রফিকুল ইসলাম।
টি এম আব্দুল জব্বার,এস এম ফজলুর রহমান, রবিউল ইসলাম, কেরামত আলী, কাজী আল মামুন, শেখ রবিউল ইসলাম, আমিনুর রহমান, মীরা বসু সরকার, গোলাম রব্বানী, আব্দুল মান্নান, আব্দুল জলিল, ইশারাত আলী, শেখ নাজমুল হাসান, শেখ আমজাদ হোসেন, ফরিদুল কবীর। হাফেজ আব্দুল গফুর, শেখ আতিকুর রহমান, গৌরপদ দাশ বাচন, আলমগীর হোসেন মোড়ল, শিমুল হোসেন, আব্দুল কাদের, মহাসিন হুসাইন, মাষ্টার মহিবুল্যাহ প্রমুখ।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, খসড়া ভোটার তালিকা পাঠ ও অনুমোদন, নির্বাচন কমিশন গঠনসহ গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।