নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা ফতেপুর সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় রবিউল ইসলাম এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২৫ শে জুন) সকালে এ ঘটনা ঘটে।অভিযুক্ত রবিউল ইসলাম (৫২) দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
অভিযুক্ত রবিউল ইসলাম নিজের জমিতে লাগানো গাছ দাবি করে। প্রকাশ্যে গাছ কর্তন করেছে। সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করা হলেও অভিযুক্তরা ইউনিয়ন (ভূমি) অফিস কর্মকর্তাকে না জানিয়ে,প্রকাশ্যে দিবালোকে গাছ ২টি কর্তন করেছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন জানান, ২টি গাছ যার মূল্য ৬০ হাজার টাকা হবে। সরকারি রাস্তার পাশের আমরা দেখে আসছি গাছগুলো রাস্তার,গাছ কেন কাটা হয়েছে।এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত রবিউল ইসলাম সাংবাদিকদের জানান গাছগুলি আমাদের মালিকানা জমিতে, সরকারী রাস্তায় নয়। এর আগেও আমি গাছ কেটে বাড়ীর কাজে লাগিয়েছি। ইউনিয়ন (ভূমি) অফিস আমাকে নোটিশ করলে আমি এর জবাব দিবো। আমার গাছ আমি কেটেছি আপনাদের যেটা করণীয় করতে পারেন।
স্থানীয় জনতাদের মধ্যে জাহিদ,সফিকুল, আব্দুল কাদের, রউফ,লিটন সহ অনেকেই জানান এই রবিউল নিজেকে বড় মাপের নেতা মনে করেন এবং এলাকার লোকজনের সাথে তার গ্যাঞ্জাম বিরোধ চলে আসছে। সম্পূর্ণ গায়ের জোরে সরকারি রাস্তার গাছ কর্তন করে, এবং কাউকে মানেন না, স্থানীয়রা আরও বলেন ইউনিয়ান ভূমি কর্মকর্তাকে অবহিত না করে গায়ের জোরে আইন অমান্য করে গাছগুলি কেটেছে।
এবিষয়ে ইউনিয়ন (ভূমি) অফিস কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা খোঁজখবর নিয়ে দ্রুত গাছ কাটা বন্ধ করে দিয়েছি, এবং আইনগত ব্যবস্থা নেব।