শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলা ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টায় চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ২নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশেক ইকবালের সঞ্চালনায় উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান। আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন কুমার পাল বাচ্চু।বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ,উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেব সরদার,কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলু রহমান সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু বিশ্বজিৎ সরদার, যুবলীগ নেতা মিন্টু গাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবি সংবাদিত নেতা,যাকে সাড়ে নয় মাস পাকিস্তান এর কারাগারের অন্ধকার ঘরে বন্দি রাখা হয়েছে।১৬ ডিসেম্বরের পর সরিয়ে নেয়া হয়েছে কারাগার থেকে দূরে আরো দুর্গম জায়গায়।
২৪ ডিসেম্বর, একটি হেলিকপ্টারে বঙ্গবন্ধুকে রাওয়ালপিন্ডির অদূরে শিহালা পুলিশ একাডেমি তে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই তার সঙ্গে দেখা করতে আসেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।পরবর্তী কয়েক দিন কেটে যায় বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থার জন্য অনুরোধ জানাতে। যেহেতু ৯০ হাজারের বেশি পাকিস্তানি সেনা বাংলাদেশে যুদ্ধবন্দী, বঙ্গবন্ধুর দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে এটা নিশ্চিতই ছিল। ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।