শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

কালিগঞ্জ বিষ্ণুপুরে কিশোর গ্যাংয়ের হামলায় তিন দশম শ্রেণীর ছাত্র আহত,(আটক পাঁচ)

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৬ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

 

কালিগঞ্জ বিষ্ণুপুরে দশম শ্রেণীর তিন ছাত্র ওপর হামলা চালিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে ‘কিশোর গ্যাং’র সদস্যরা। গতকাল (বৃহস্পতিবার ২৯ শে সেপ্টেম্বর) বেলা ১১ টায় সময় বিষ্ণুপুর স্কুলে ও ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।পরে আব্দুল্লাহ আল সাকিব এর অবস্থা অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল্লাহ আল সাকিব, সাইদুল ইসলাম, নাজমুল ইসলাম তারা চাচাই গ্রামের বাসিন্দা ও রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র।

অভিযুক্ত’রা কিশোর গ্যাংয়ের লিডার সাকিব মোড়ল, সাগর সরদার তারা ঘটনা স্থান থেকে পালিয়ে যায় ও রত্নেশ্বর সরকার, প্রসেনজিৎ সরকার জাহিদুল ইসলাম গাজী আজিজুল হাকিম, আব্দুল্লাহকে আটক করা হয়। বন্ধকাটি গ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র এরা।

সরজমিনে স্থানীয় সূত্রে জানাগেছে পূর্ব পরিকল্পিত ভাবে ইউপি সদস্য গোলাম রাব্বানীর ছেলে ও তার বন্ধুদের ওপর হামলা করা হয়েছে। ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা বিষ্ণুপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।

স্থানীয়ভাবে তারা কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে স্থানীয়রা আরো জানান বিষ্ণুপুর পিকে মাধ্যমিক বিদ্যালয় একাধিকবার মন গড়া এটাক কমিটি ভূমিকা না থাকায় স্কুলের ছাত্ররা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসের রাজত্ব বানিয়ে রেখেছে। স্কুলের কয়েকজন অভিভাবক ‘রা জানান স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল ঘটনার পরে এই স্কুলের ২গেটে তালা লাগিয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেয় সরকারি নির্দেশনা অমান্য করে। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য দপ্তরের অভিযোগ করবো। 

এবিষয়ে বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল জানতে চাইলে তিনি কথা না বলে ঘটরস্থল থেকে দ্রুত চলে যায়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কথা বললে ঘটনাস্থলে আমি ছিলাম, আমার দুর্বলতার কারণে তারা এই সংঘর্ষ হয়। 

এই ব্যাপারে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জানান প্রথম ঘটনার সূত্রপাত হয় বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়, প্রাণে বাঁচার জন্য ছেলেটি দৌড়ে চলে আসে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের রাস্তায়।কিশোর গ্যায়ের লিডার শাকিব ও সাগর তাদের নেতৃত্বে আরো কয়েকজন তাকে এলোপা তাড়ি মারতে থাকে ওই দৃশ্য বিষ্ণুপুরের বাজারের লোকজন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার চৌকিদার দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই টিম লিডারের দুইজন পালিয়ে যায় ও কিশোর গ্যাংয়ের এর পাঁচজনকে ধরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে আটকে রেখে ও আহত সাকিব, সাহিদুল ও নাজমুলকে উদ্ধার করা হয়। 

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান পরবর্তীতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবুকে জানান, তাৎক্ষণিক থানার এস আই সেলিম রেজা ঘটনাস্থানে পাঠান। অভিযুক্ত পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।অভিযোগকারী ইউপি সদস্য গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।