তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ
শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুদা হবে নিরুদ্দেশ, এই স্লোগানকে সামনে রেখে (২৭ শে অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত,নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা দেয়া ও বাজারদর স্থিতিশীল রাখতে কালিগঞ্জ উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী জনগোষ্ঠীর মাঝে বিষ্ণুপুর ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের আংশিক রেশন ৫৪৬ জন কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিক্রি করেন,ডিলার মেসার্স তাছিন এন্টার প্রাইজ,কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর চৌমুহনী বাজারে।
এ সময় উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা ও চৌমুহনী বাজার বণিক সমিতির সভাপতি মইনুল আহমেদ সোহেল, মেসার্স তাছিন এন্টারপ্রাইজ এর প্রোপাইটার ও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, ইউপি শ্রমিক লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যন্যরা।
এ সময় রেশন কার্ড ধারী সাধারণ মানুষের কাছে জানতে চাইলে বলেন,অসহায় হতদরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষেরা কম দামে এই চাউল ক্রয় করতে পেরে উপকৃত হচ্ছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।