শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
এস এস সি- ২০২৪ এর দেশ সেরা যশোর বোর্ড, বোর্ডের সেরা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আওতাধীন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা- প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে,পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান।
এরমধ্যে কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে থেকে মোট পরীক্ষার্থী ১৫জন, A+ নেই। তারালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩০ জন, A+ ৩ জন। রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মোট ৩২জন, A+ ১ জন, কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৮ জন, A+ ২জন।এবং বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৬৯ জন, A+ ১১ জন, A ৪৮ জন।
এ বিষয়ে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুব্রত কুমার বৈদ্য জানান,পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।
আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতির এ বিশাল আমানত রক্ষায় আল্লাহ তা’আলার নিকট তাওফীক ও দেশবাসীর কাছে দু’আ কামনা করেন।