তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ থেকেঃ
খেলা ধুলায় বাড়ে বল ,মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যর আলোকে কালিগঞ্জ উপজেলার ১২নং ইউনিয়নের ঐতিহ্যবাহী নামাজ গড় যুব কমিটির উদ্যোগে ৮ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর ) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী নামাজ গড় ফুটবল মাঠে ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী রাব্বি হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌতল ইউপির ৬নং নাম্বার ওয়ার্ডের সদস্য মির্জা সাদেক হোসেন,মৌতলা ইউপির ৪নং নাম্বার ওয়ার্ডের সদস্য মোঃ ফয়সাল কবির,মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, মৌতলা যুবদলের যুগ্ন আহবায়ক মীর শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা কালিগঞ্জ ডিগ্রী কলেজের গাঠনিক সম্পাদক মেহেদী হাসান,সাংবাদিক শেখ মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের মৌতলা ইউপির সদস্য সচিব মো হালিম, ছাত্রনেতা শেখ জাকির হোসেন প্রমূখ।
ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করে তার এক প্রান্তে রয়েছে শ্রীখোলা ফুটবল একাদশ এবং অপর প্রান্তে ঐতিহ্যবাহী নামাজগড় ফুটবল একাদশ।
খেলায় শেষ পর্যন্ত উভয় পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অ্যাটাক পাল্টা অ্যাটাক করে শ্রীখোলা ফুটবল একাদশ -১ গোলে ঐতিহ্যবাহী নামাজগড় ফুটবল একাদশ কে পরাজিত করে।
সমগ্র খেলাটি পরিচালনা করেন মো: লালটু, এবং সহকারী ছিলেন শিমুল ও তাপস ।