শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী মুন্সীগঞ্জে গজরিয়ায় আগুনে পুড়ে ছাই মেঘনা ভিলেজের মুদি দোকান নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হামলা চালিয়েছে দুবৃত্তরা সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা

কালীগঞ্জে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কমিশনার ভুপালি সরকারের বিরুদ্ধে বে-আইনি প্রভাব বিস্তারের অভিযোগ 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

হাফিজুর রহমান,কালীগঞ্জ থেকে :

খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সি,এ সিনিয়র সহকারী কমিশনার ভূপালী সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং নিজ বাড়িতে এসে বে-আইনিভাবে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে প্রতিপক্ষের জমির ঘেরা কাটার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত বলাই সরকারের পুত্র হিমাদ্রি সরকার বাদী হয়ে ভূপালী সরকারের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর খুলনা বিভাগীয় কমিশনার সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের সূত্র থেকে জানা যায় ভুক্তভোগী হিমাদ্রি সরকার এস,এ ৪১১ দাগে বর্তমান আর, এস ৩৫৪ দাগের ৩৮ শতক জমিতে বসবাস করে আসছেন। উক্ত জমি অর্পিত সম্পত্তি” খ “তফশীল গেজেট ভুক্ত হয়। বর্তমান জরিপে রেকর্ড পায়নি তবে বর্তমান খারিজ মতে ১৩৫৫ নং খতিয়ানে ২৪ শতক জমি রেকর্ড পায়। এর আগে পূর্বঅধিকারী কানাইলাল সরকার এর নামে ৮১/২০৮৮- ৮৯ নং নামজারি খারিজ মতে ১৭৪/২ নং খতিয়ান থাকে। বর্তমান জরিপের রেকর্ড চূড়ান্ত হওয়ার পর হিমাদ্রি সরকার সহকারী কমিশনার ভূমি কালিগঞ্জ অফিসে ৬৭২৩/ ২০২১ -২২ নং নাম জারি কেসে আর, এস খারিজ মতে ২২২৬ নং খতিয়ানে এস, এ ৪১১ দাগ হতে সৃষ্ট আর, এস ৩৫৪ দাগের ১৯ শতক এবং ৪১২দাগে হতে সৃষ্ট আর, এস ৩৫৩ দাগে ৫শতক মিলে মোট ২৪ শতক জমি গত ১২/৯/২০২২ ইং তারিখে স্বাক্ষরিত খতিয়ান হাতে পায়।

এছাড়াও ভুক্তভোগী হিমাদ্রি তেতুলিয়া মৌজার এস, এ ৪১২ দাগের ৪৯ শতক জমির মধ্যে আর, এস ১৬৫৭ নং খতিয়ানে আর, এস ৩৫৩ দাগে ৩৯ শতক জমি রেকর্ড পেয়েছেন। দুইটা মিলে মোট ৬৩ শতক জমির মালিক থাকা সত্ত্বেও শরিক গনের সঙ্গে আপস চিহ্নিত মতে আর,এস ৩৫৩ দাগের পরিবর্তে আর,এস ৩৫৪ দাগে ৩৮ শতক জমিতে বংশানুক্রমে বসবাস করে আসছে।

বিষয়টি নিয়ে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের (সিএ) সিনিয়র সহকারী কমিশনার ভুপালি সরকার তেতুলিয়া গ্রামের নিমাই সরকারের কন্যা রুপালি সরকার নামজারির বিষয়টি জানতে পেরে গত দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে নিমাইয়ের কন্যা ভুপালি সরকার প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় তহসিলদার কোন অভিযোগ, নোটিশ ছাড়া অফিসে ডেকে ভয়-ভীতি হয় রানী এবং গত ১০/১০ /২০২২ এবং ১১ /১০/ ২০২২ ইং তারিখে সকাল ৮টার সময় বাড়িতে যেয়ে নায়েব আব্দুর রাজ্জাক সহকারি কমিশনার (ভূমি) এর হুকুমে মন্দিরের পথের নাম ভাঙিয়ে রেকর্ডের জমির ঘেরা বেড়া কেটে দিয়ে আসে।

ওই দিনে আবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থান পরিদর্শন করেন। তাছাড়াও কোন প্রকার নিয়ম-নীতি তোয়াক্কা না করে ভূপালী সরকারের প্রভাবে হিমাদ্রির নামজারি বাতিলের জন্য তড়িঘড়ি করে একটি ০৯/ ২০২১ -২২ নং মামলা এবং তড়িঘড়ি করে গতকাল ১৮/১০/২০২২ তারিখে নোটিশ জারি করে শুনানির দিন ধার্য করে।

এইভাবে ভূপালী সরকার এর প্রভাবে স্থানীয় সরকারি কমিশনার (ভূমি) সহ স্থানীয় প্রশাসন দিয়ে প্রভাব খাটিয়ে হয়রানি করে আসছে। বিষয়টি তদন্ত- পূর্বক আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।