মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবে সন্ত্রাসী জহির ও জাহাঙ্গীরের নেতৃত্বে বহিরাগতদের হামলায় সেক্রেটারী কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহত কালিগঞ্জ কৃষ্ণনগরে যুব অধীকার পরিষদের তিন নেতা গ্রেফতার,ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের  গর্জিয়াস গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সিগঞ্জে স্থাপনা গুড়িয়ে দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছাত্রসমাজের উদ্দেশে দেওয়া আওয়ামী লীগ সভাপতির সম্পূর্ণ বক্তব্য মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ি উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত । শেখ হাসিনা সরকারের পতনের ছক ফাঁস অ্যামেরিকার সংবাদ মাধ্যমেই বেসরকারি টিভি চ্যানেল এস’র সিইও সুজিত চক্রবর্তী কর্তৃক হত্যাচেষ্টার প্রতিবাদে ‘মানববন্ধন’ কালিগঞ্জে রাস্তা নির্মানের ছয় মাসে নষ্ট,ছয়কোটি টাকার কাজ প্রশ্নবিদ্ধ জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকার আহ্বান -মন্ত্রিপরিষদ সচিবের

কালীগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে ১ স্কুল ছাত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা নিয়ে নানান গুঞ্জন 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকেঃ

পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণে ব্যর্থ হয়ে ১ স্কুল ছাত্রীকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পান খেয়ে মৃত্যু নিয়ে নানান গুঞ্জন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার( ৬ অক্টোবর) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশ পুর ইউনিয়নের দেয়া গ্রাম নিহত।

স্কুল ছাত্রীর নাম ফারিয়া পারভীন( ১২) সে উপজেলার দেয়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি শেখ রবিউল ইসলাম ওরফে আইওর কন্যা এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রী। পান সুপারি খেয়ে মারা গেছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় থানার উপ পরিদর্শক আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল শেষে থানায় এনে গতকাল ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে এর মর্গে প্রেরণ করা হয়।

উক্ত ঘটনায় থানায় ওই রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ। তবে এলাকাবাসীর ধারনা বাড়িতে বাবা, মা, বা পরিবারের কেউ না থাকার সুযোগে বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে ধর্ষক ফারিয়ার নির্জন ঘরে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা চালায়। ওই সময় সে চিৎকার বা বাধা দেওয়ায় তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা নাটক সাজিয়ে পালিয়ে যায়। ওই সময় তার গালে পান থাকায় পরিবারের লোকজনের ধারণা পান সুপারি খেয়ে গলায় বেঁধে মারা গেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় সরে জমিনে দেয়া গ্রামে গেলে নিহাতের বাবা শেখ রবিউল ইসলাম, মা লাইলী বেগম, কন্যা এসএসসি পরীক্ষার্থী ফারহানা খাতুন, চাচাতো বোন মিতা, ফুফু সাইফুন্নেসা ও প্রতিবেশী মনিরুল ইসলামসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান বৃহস্পতিবার সকালে নিহত স্কুল ছাত্রীর বাবা এবং মা সহ অন্যরা নানার বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে নিহত স্কুলছাত্রী ফারিয়া এবং তার বোন ফারহানা বাড়িতে ছিল। বিকাল আনুমানিক ৪টার সময় বোন ফারহানা পার্শ্ববর্তী চাচার বাড়িতে বেড়াতে যায়। এই সুযোগে ধর্ষক একা থাকার সুযোগে বাড়িতে ঢুকে ফারিয়ার নির্জন কক্ষে ঢুকে ধর্ষণ চেষ্টা চালালে ব্যর্থ হয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ায় হাঁটুগাড়া অবস্থায় ঝুলিয়ে পালিয়ে যায়। পরে বিকাল আনুমানিক ৫টার সময় তার বোন ফারহানা ঘরে প্রবেশ করে বোনকে ওই অবস্থায় দেখে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশী মনিরুল ইসলাম এসে নিহত ফারিয়া কে ঝুলন্ত হাঁটু গাড়া অবস্থায় নামিয়ে ঘরের খাটের উপর শুয়ে দেয়। সন্ধ্যায় তার বাবা-মা বাড়িতে আসলে থানায় খবর দেয়। ওই সময় তার গালে পান সুপারি থাকায় সবার ধারণা ছিল সে পান সুপারি খেয়ে মারা গেছে। কিন্তু সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় তার নিম্নাঙ্গে রক্তক্ষরণসহ আলামত দেখে বিষয়টি নিয়ে ধর্ষণের নানান গুঞ্জন ওঠে। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক আবু সাঈদ সাংবাদিকদের জানান বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।