শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
কালিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।২০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা উদ্বোধন হয়। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস আলী,শিমু রেজা এমপি কলেজের প্রভাষক মো: সাইফুল ইসলাম, খানবাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজের প্রভাষক মো:আকবর আলি।
ভাষা ও সাহিত্য, বিজ্ঞান /দৈনন্দিন বিজ্ঞান ,কম্পিউটার ও গণিত এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ ।এই চারটি বিষয়ে ৬ষ্ট থেকে অষ্টম শ্রেনি ক গ্রুপ, নবম ও দশম শ্রেনী খ গ্রুপ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি গ গ্রুপ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল , মাদ্রাসা ও কলেজ সব মিলে প্রায় বিশটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে বিচারকার্য পরিচালনা করেন দেবহাটা উপজেলার বিচারক প্যানেল প্রভাষক মোহাম্মদ আকবর আলী, সঞ্জয় কুমার সরকার আবুহেনা মুস্তফা, চিরঞ্জিত ঘোষ ও মোহাম্মদ ইয়াকুব আলী।