বগুড়া প্রতিনিধি, সাজু বকুলঃ
বগুড়া কাহালুতে চোর সন্দেহে গণধোলাই দিয়ে মাহফুজার রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে কাহালু থানা পুলিশে সপর্দ করেছে এলাকাবাসী। রোববার সকালে উপজেলার নারহট্র ইউনিয়নের রাউতগাড়ি গ্রামে মাহফুজারের ঘোরাফেরা সন্দেহ হলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। সে উপজেলার বীরকেদার ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার মৃত ইউনুস আলী পুত্র। পরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।