মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
(১০ মে) শুক্রবার সন্ধ্যায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়াম হলরুমে মোটরসাইকেল মার্কার উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির পক্ষে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের জনপ্রিয় সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সুমন কুমার রায় সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দগণ।
আসন্ন ২১ শে মে দ্বিতীয় ধাপে রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক সফল চেয়ারম্যান, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে বলীয়ান মুজিব আদর্শের পরীক্ষিত সৈনিক রাজার উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ্ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ পুত্র,
জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী-ভাই উপস্থিত মোটরসাইকেল মার্কার কর্মীসভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোট প্রতিটি মানুষের বিবেকের রায় ভোট বিক্রির পন্য নয়, আমি বিশ্বাস করি রাজারহাট উপজেলার সাধারণ মানুষ অতীতের ন্যায় আমার সাথে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ, তিনি আরও বলেন, বিগত চেয়ারম্যান থাকাকালীন সময়ে কভিড ১৯ সহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তারপরও রাজারহাট উপজেলাকে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত অবাধ শান্তিপূর্ণ একটি উপজেলা উপহার দেয়ার চেষ্টা করেছি, জনগণের অভিযোগ ও আবেদনের প্রেক্ষিতে যথাযত ব্যাবস্থা গ্ৰহন করতে উপজেলার প্রতিটি দপ্তরে দুর্নীতি মুক্ত করতে সক্ষম হয়েছি। বিশেষ করে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস। আপনারা ইতিমধ্যেই অনেকেই তার সুফল পেয়েছন। তাই, প্রিয় রাজারহাটবাসী আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আগামী ২১ তারিখের নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে
জয়যুক্ত করবেন।
যাতে করে আগামীর রাজারহাট উপজেলাকে একটি স্মার্ট, উন্নত ও শান্তি সমৃদ্ধিময় রাজারহাট উপজেলা আপনাদের কে সঙ্গে নিয়ে গড়ে তুলতে পারি সেজন্য আপনাদের ভোট ও সহযোগিতা একান্তই কাম্য সেই আশাবাদ ব্যক্ত করে রাজারহাট উপজেলাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন।