মোঃআশিকুর সরকার(রাব্বি)-নিজস্ব সংবাদদাতাঃ
কুড়িগ্রামে রাজারহাটে জেলা পুলিশের অভিভাবক জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম স্যারের নির্দেশনায় ও কুড়িগ্রাম সার্কেলের অতিঃ পুলিশ সুপার জনাব একেএম ওহিদুন্নবী মহোদয়ের তত্বাবধানে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ ফারুক মিয়া, এসআই মিজানুর রহমান, এসআই আজমীর হোসেন, এসআই নিরঞ্জন রায়, এএসআই আল মামুন ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় রাতভর অভিযান পরিচালনা আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাই কে গ্রেফতার করে তার দেয়া তথ্য মোতাবেক বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে ০৬/০৭/২০২৪ রাত ০০.৩৫ ঘটিকায় কিসামত গোবধা এলাকা ধেকে একটি গাভীন গরু ও একটি ষাঢ় গরু সহ মোট ২টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং রাজারহাট থানার মামলা নং- ০৯, তারিখ- ১৫/০৬/২০২৪ খ্রিঃ। ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এর রহস্য উদঘাটন করা হয়। জড়িত অন্যান্য চোরদের গ্রেফতারের বিষয়ে তৎপরতা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী আতিক কসাই গরু চুরির ঘটনার বিষয়ে আজ ৬/৭/২৪ তারিখ কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।