মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুর ২ঃ৩০ঘটিকায় প্রাণীসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে সারাদেশের ন্যায় রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর রাজারহাট প্রাণিসম্পদ কার্যালয় মাঠে স্টল গুলোতে বিভিন্ন প্রজাতির গরু ছাগল ভেরা মুরগী কবুতর সহ আধুনিক কৃষি উপকরণ প্রদর্শনী করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা অংশগ্রহণ করেন। কয়েকটি ক্যাটাগড়িতে বিভক্ত করে তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান, সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান, ওসি এলএসডি শরিফ আহমেদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম,মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ ও প্রাণিসম্পদের বিভিন্ন কর্মচারী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা কিভাবে প্রাণিসম্পদের যথাযথ ব্যবহার ও আরও উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে লাভবান হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেন। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর রাজারহাট।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজারহাট জনাব খাদিজা বেগম মহোদয়। সঞ্চালনা করেন এলএসপি সাধন চন্দ্র রায়।