মোঃ শফিকুল ইসলাম ,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে বিগত ১৫ বছর পর এই প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। জানা যায, বনিক সমিতির অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে সদর বনিক সমিতির প্রধান উপদেষ্টা ও রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী মহোদয়ের প্রতি সাধারণ ব্যবসায়ীগণ ত্রি-বার্ষিক নির্বাচন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান ফলশ্রুতিতে পদাধিকার বলে তিনি প্রধান নির্বাচন কমিশনার,অতিরিক্ত নির্বাচন কমিশনার জনাব মোঃ আজগর আলী, কমিশনার মোঃ এনামুল হক চেয়ারম্যান, রাজারহাট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান মোঃ আঃ সালাম
মোঃ এনামুল হক, সদস্য, কুড়িগ্রাম জেলা পরিষদ,মোঃ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক রাজারহাট প্রেসক্লাব, মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক প্রেসক্লাব রাজারহাট কুড়িগ্রামগণের সিদ্ধান্ত অনুযায়ী (৭)অক্টোবর রাজারহাট সদর বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী রায় মহোদয়ের পর্যবেক্ষণ ও জনাব মোঃ আব্দুল্লাহিল জামান, অফিসার ইনচার্জ, রাজারহাট থানার সার্বিক সহযোগিতা সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্বের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৪১২ ভোট পেয়ে ছাতা প্রতীকে
আব্দুর রাজ্জাক( ১) সভাপতি এবং ৩০৮ ভোট পেয়ে উড়োজাহাজ প্রতীকে আব্দুর রাজ্জাক(২) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সহ-সভাপতি পদে ৩২৫ ভোটে মিজানুর রহমান বুলবুল ও ৩২৩ ভোটে নাজমুল হুদা নাজু এবং ৩০১ ভোটে শফিকুল ইসলাম বুলু মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪১৮ ভোট পেয়ে শফিউল আলম অপু ও ৩২৬ ভোট পেয়ে শ্রীবাস চন্দ্র,সাংগঠনিক সম্পাদক পদে ৪০৩ ভোটে শাহাদাৎ হোসেন লাল ও ৩৪০ ভোটে চান্দ মিয়া,প্রচার সম্পাদক পদে ৩২৫ ভোটে আব্দুর রফিক, দপ্তর সম্পাদক পদে ৩৪৯ ভোটে এরশাদুল হক এবং ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৩৩৫ ভোট পেয়ে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সাধারণ ব্যবসায়ী সহ রাজারহাট উপজেলাবাসী
জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, কুড়িগ্রাম মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।