মোঃ আশিকুর সরকার(রাব্বি)–রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে রাজারহাটের ১ নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে শনিবার ১৩এপ্রিল সকাল ১১ঃ৪০ ঘটিকায় বুড়িরহাট ক্রোসবাধ সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।এ বিষয়ে জানা যায় সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ মৌজার বিজলীর বাজার খামার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ও স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।
এবিষয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়,শনিবার সকাল ১১ঃ৪০ ঘটিকায় দিকে সোহাগ তাদের পরিবারের অন্য সদস্যরা সহ নদীতে গোসল করতে নামে। এবং সোহাগ গভীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়না। পানিতে ডুবে যাওয়ার খবরটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজার চেষ্টা চালায়। এরপরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরি দল এসে সোহাগকে দুপুর তিনটার দিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়ে সোহাগ নামের শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।