মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টারঃ
শনিবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন রাজারহাট মহিলা ডিগ্ৰী কলেজের আয়োজনে সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী’র ২৮ তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার কৃতি সন্তান সাবেক গণপরিষদ সদস্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য
কুড়িগ্রাম জেলার মুকুটহীন সম্রাট উপাধিতে ভূষিত, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট মহিলা ডিগ্ৰী কলেজ সহ অসংখ্য প্রথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অসংখ্য প্রথমিক শিক্ষা প্রতিষ্ঠান কে সরকারিকরণ সহ তৎকালীন সময়ে ব্যাংক,বীমা বিভিন্ন সামাজিক, মানবিক কর্মকাণ্ডে তার ইতিহাস বলে শেষ করা যাবে না। বক্তারা বলেন, মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী তার কর্মগুণে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
পরিশেষে দোয়া মাহফিল ও শোক সভার সভাপতিত্ব করেন,
জনাব, আসিফ ইকবাল সোহরাওয়ার্দী রাজন,অধ্যক্ষ,
রাজারহাট মহিলা ডিগ্ৰী কলেজ
উল্লেখ্য যে, তিনি সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী দ্বিতীয় পুত্র। তিনি তার বক্তব্যে তার বাবার অনেক স্মৃতিচারণ করেন।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট কুড়িগ্রাম, আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সভাপতি, রাজারহাট উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ৪নং চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আঃ ছালাম, মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক- প্রেসক্লাব রাজারহাট,যুবলীগ নেতা ছামিউল ইসলাম, শহীদুল্লাহ আজাদ, মেহেদী হাসান, মোঃ শফিকুল ইসলাম,অজয় সরকার, ফেরদৌস সরকার (মুন)
বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার সংগ্ৰামী সভাপতি সুমন কুমার রায় সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,ডিএসবি আঃ সামাদ সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।