মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
“স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
জাতীয় যুব দিবস- ২০২৩ পালিত হয়েছে।
আজ পহেলা নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় যুব দিবসের ব্যানারে একটি র্যালী প্রদক্ষিন শেষে আলোচনা সভা,যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব কাবেরী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজারহাট, কুড়িগ্রাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজারহাট কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ, আব্দুল্লাহিল জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম,রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক,চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম।
মোঃ শফিকুল ইসলাম,
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, রাজারহাট কুড়িগ্রাম ও সাধারণ সম্পাদক আবু হানিফ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান রাজু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল আনোয়ারী।
প্রধান অতিথি তার বক্তব্যে আগামীতে স্মার্ট যুব গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন ।
অন্যনোদের মধ্যে বক্তব্য রাখেন,
প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সিনিয়র সাংবাদিক কবি ও সাহিত্যিক সরকার অরুণ যদু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় শ্রেষ্ঠ উদ্যোক্তা তৌহিদুর রহমান বেপারী ও শরিফা বেগম প্রমুখ। জাতীয় যুব দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে সম্মাননা স্মারক এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।