মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রামঃ
আজ এক বার্তায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ২২ইং সফল বাস্তবায়ন করায় মুসল্লীয়ানে কেরাম ও সহকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ গত ২৩,২৪,২৫ নভেম্বর, ২০২২ইং হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আজিমুশশান তাফসীরুল কুরআন মাহফিল সফল করায় উপস্থিত মুসল্লিয়ায়ানে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হাটহাজারী উপজেলা প্রশাসন,হাটহাজারী থানা প্রশাসন ও উত্তর চট্টগ্রামের সকল কওমী মাদরাসার পরিচালকবৃন্দ, সকল ইমাম-খতীববৃন্দ, হাটহাজারী পাবর্তী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ, হাটহাজারী সরকারি কলেজকর্তৃপক্ষ,হাটহাজারী,
রাউজান,ফটিকছড়ি,রাঙ্গুনিয়ার,সকল সামাজিক ও ইসলামী সংগঠন,ব্যবসায়ি সংগঠন, মিডিয়া কর্মী, অনলাইন একটিভিস্ট ও যাঁরা আর্থিভাবে, মানসিকভাবে সহযোগীতাকারীসহ মাহফিল বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রমকারী ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, সাধারণ সদস্য, কার্যনিবাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ তথা সকল সহযোদ্ধাবৃন্দ সকলকে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ও আল আমিন সংস্থার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি তাঁর প্রেরিত বার্তায় আরো জানান- এ বিশাল মাহফিল আমাদের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, পরম করুনময় মহান আল্লাহর রহমত আপনাদের সর্বাত্মক সহযোগিতার ও দোয়ার কারণে স্মরণকালের বৃহত্তম মাহফিল আঞ্জাম দেয়া সম্ভব হয়েছে।
তিনি আগামীতেও ধারাবাহিক মাহফিল আয়োজনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।