সজল রায়, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ইজারার মাধ্যমে কুষ্টিয়ার খোকসা পৌরসভা এলাকায় ভ্যান বা ইজিবাইক চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে পাঁচ টাকা করে চাঁদা আদায় করা হতো। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দীর্ঘদিনের সেই চাঁদা আদায় বন্ধ করেছেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও খোকসা উপজেলা। পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত।
গত সোমবার থেকে এ চাঁদা আদায় বন্ধ রেখেছেন পৌর কর্তৃপক্ষ। এতে ব্যাপক খুশি উপকারভোগীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে খোকসা পৌরকর্তৃপক্ষ গরীব চালকদের কাছ থেকে চাঁদা আদায় করত। এতে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। আল মাছুম মুর্শেদ শান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই চালকরা চাঁদা আদায় বন্ধের দাবি জানান। দাবির প্রেক্ষিতে স্থানীয় এমপি আব্দুর রউফ প্রশাসনের সহায়তায় তা বন্ধ করে দিয়েছেন।
এতথ্য নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত জানান, জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য বঅর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রশাসনের মাধ্যমে চাঁদা আদায় বন্ধ করেছেন। এতে খুশি চালকরা।