শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা জাতি হিসেবে আজ লজ্জিত কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক বকশীগঞ্জে অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের বিরুদ্ধে সাবেক মেয়র সহ তিনজনের সংবাদ সম্মেলন বকশীগঞ্জে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:): জশনে জুলুস অনুষ্ঠিত । মুন্সীগঞ্জে মিরকাদিম ছাত্রদল নেতা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করলেন – জসীমউদ্দিন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্য বরণ ও সেরা সদস্যদের মাঝে সম্মননা ক্রেস্ট বিতরণ ২০২৪ইং বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে বর্তমান চেয়াম্যানের বাড়ি জ্বালানোয় মামলা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান  বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ বাসীর কাছে ক্ষমা চাইলেন ওবায়দুল কাদের

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ (২ ডিসেম্বর) শুক্রবার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য প্রদান কালে উপজেলা বাসীর কাছে গত দুইবছরের সমস্যাগুলোর জন্য ক্ষমা চান।

ওবায়দুল কাদের বলেন, গত দুইবছর কোম্পানীগঞ্জে যে পরিস্থিতি বিরাজমান ছিল সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এখানকার স্থানীয় এমপি হিসেবে সেসময় আমি আপনাদের পাশে থাকতে পারিনি। তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে এখানে দু দু’টি তাজা প্রাণ শেষ হয়ে গেছে। সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিনকে হারিয়েছে তাদের পরিবার। বহু নেতাকর্মী হামলা মামলার স্বীকার হয়েছে।
বিশেষ করে ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি। পুরো কোম্পানীগঞ্জ তখন আতংকের নগরে পরিনত হয়েছিল। যা আজও আমি ভুলতে পারিনি।

তিনি আক্ষেপ করে বলেন, আমি দলের সেক্রেটারি, সভানেত্রীর সাথে প্রতিদিন কথা বলতে হয় নানান বিষয়ে। কিন্তু আপনাদের সংঘর্ষের কারণে লজ্জায় আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করি নি অনেকদিন। এমনকি নেত্রীর ফোন ও রিসিভ করি নি। আজ আপনারা সবাই একত্রিত হয়েছেন দেখে আমার ভালো লাগছে। আমি আর কোম্পানীগঞ্জে কোন প্রকার অশান্তি দেখতে চাই না। সবাই মিলেমিশে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেন। আগামী নির্বাচনের জন্যে প্রস্তুতি গ্রহণ করেন।

তিনি বলেন, আমি আমার ছোট ভাই আব্দুল কাদের মির্জা কে ক্ষমা করে দিয়েছি। আরেক ছোট ভাই সদর সুবর্ণচরের এমপি একরাম কে-ও ক্ষমা করে দিয়েছি। ইচ্ছে ছিল আজ আপনাদের সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো। কিন্তু আপনারা তো জানেন আমি দলের সাধারণ সম্পাদক, অনেক ব্যাস্ততার মধ্যে সময় পার করতে হয়, সেজন্য যেতে পারিনি। যেতে পারলে আমারো ভালো লাগতো, মনটা আরও ভালো হয়ে যেত। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ও উচিৎ কোম্পানীগঞ্জের সকল মানুষের কাছে ক্ষমা চাওয়া। কারণ তারা যদি আমাকে এমপি নির্বাচিত না করতো আজকে আমি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হতে পারতাম না। আপনারাও নেতা হতে পারতেন না। অথচ আপনাদের ভুল বুঝাবুঝির কারণে এই মানুষগুলো গত দুইবছর অনেক কষ্ট করেছে।

উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দু গ্রুপের সমস্যা গুলো সমাধান করে সবাইকে এক টেবিলে নিয়ে আসতে পারার জন্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন কে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বপন তার যে সাংগঠনিক দক্ষতা দেখিয়েছে কোম্পানীগঞ্জ বাসী তা সবসময় মনে রাখবে। পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন ও এ সমস্যাগুলো নিরসনে আমাদেরকে সবধরনের সহযোগিতা করেছে, আমি তাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি জামাত জ্বালাও পোড়াও শুরু করেছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। দেশের মানুষের কাছে সরকারের উন্নয়ন গুলো তুলে ধরতে হবে। নিজেদের মধ্যে কোনপ্রকার সমস্যা সৃষ্টি করা যাবে না।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।