মুন্সীগঞ্জের শ্রীনগরে ২টি গ্রামের সংযোগ সড়কের বেহাল অবস্থা হয়ে পড়েছে।ঐ ইউনিয়নের অন্যান্য এলাকার রাস্তার উন্নয়ন হলেও বর্তমানে এই রাস্তাটির স্থানীয় প্রতিনিধি ও কর্তৃপক্ষের নজরের বাইরে এমনটাই বলছে এলাকার অনেক লোকজন।
কোলাপাড়া ইউনিয়ন এর ফুলঁকচি গ্রামের পীর সাহেব বাড়ির সামনে পুরনো মসজিদ হতে পার্শ্ববর্তী ব্রাহ্মণ পাইকশা ফ্রেন্ডস ফর অর্গানাইজেশন (FFO)অফিসের সামনে পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
সামান্য বৃষ্টি হলেই পড়তে হচ্ছে ভোগান্তিতে খানা খন্দে ভরা নিচু রাস্তা হওয়ার কারনে বর্ষা মৌসুমে অল্প পানি হলেই তলিয়ে যায়।
স্থানীয়দের দাবি ২০বছরের অধিক সময়ে রাস্তাটি সংস্কার হচ্ছে না যার কারনে দুই গ্রামের সহস্রাধিক লোক এই পথে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ফুলকচি গ্রামের পীর সাহেব বাড়ি থেকে শুরু হয়ে রাস্তাটিতে সামান্য অংশে ইট থাকলেও উঠে গিয়ে তা বুঝার কোন উপায় নেই যে এ অংশে ইট বিছানো ছিলো,আর একটু এগুলেই ডানে একটি প্রাইমারি স্কুল ও রয়েছে সোজা এগিয়ে কাঁচা রাস্তা উচু নিচু অংশ সামনেই একটি বাড়ি তার পরের অংশেই নিচু অংশ, স্থানীয়দের দাবি সামান্য বর্ষা হলেই তলিয়ে যায়।প্রয়োজনে যান চলাচলে কোনো ভাবে সুবিধা পাচ্ছি না আমরা।
কোলাপাড়ার বাসিন্দা রনি বলেন,আমাদের এ রাস্তাটি একটি অবহেলিত রাস্তা,রাস্তাটি কাচা ও নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ হয়ে পায়ে হেঁটে চলে দুষ্কর হয়ে পরে। কোন গাড়ি চলাচল করতে পারেনা,মুমূর্ষ রোগীদের কাউকে হসপিটালে নিতে হলে কোলে করে নিতে হয়,তাও ঘুরে যেতে হয়। এই রাস্তাটি হলে কোলাপাড়া বাজার যেতেও সুবিধা হবে, কয়েকহাজার মানুষের এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।
এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুব শাহ বলেন দীর্ঘ ২০ বছরেও এ রাস্তাটি সংস্কার হয়নি এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা ২টি গ্রামের সংযোগ এ রাস্তাটি কাজ হলে চলাচল সুবিধাও দুর্ভোগ কমবে,আমি মৌখিক ভাবে কয়েকবার চেয়ারম্যান কে জানিয়েছি,আশা করি উর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটির সমস্যার সমাধান করবেন।
এ বিষয়ে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।