আলী আজীম,মোংলা (বাগেরহাট):
ভেটখালী এলাকা থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তীতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ০১ টি প্রাইভেট কারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা মোঃ আজিজুল গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩) ও শামসুল রহমানের ছেলে মোঃ তৈয়েবুর রহমান (১৯)। উভয়ই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
পরবর্তীতে জব্দকৃত গাঁজা, প্রাইভেট কার এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।